kalerkantho


মোমের মূর্তির পাশে জীবন্ত মানুষ, চিহ্নিত করা দায়

কালের কণ্ঠ অনলাইন   

২৩ জুলাই, ২০১৮ ২১:১৫মোমের মূর্তির পাশে জীবন্ত মানুষ, চিহ্নিত করা দায়

তুরস্কের বিখ্যাত শেফ নুসর গকস এর কথা মনে আছে? যিনি খাসির মাংসের রোস্ট ফালি ফালি করে কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে আলোচনায় উঠে এসেছিলেন। অবশ্য সল্ট বে নামে তিনি বেশি পরিচিত।

সম্প্রতি নিজের মোমের মূর্তি উদ্বোধন করেছেন তিনি। তার পর পরই সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে একই অবয়বের দু'জন ব্যক্তি।

ইনস্টাগ্রামে নিজের মূর্তির সঙ্গে পোস্ট করা ছবির ক্যাপশনে জানিয়েছেন, দুজনের একজন স্বয়ং সল্ট, আরেকটি তার মূর্তি। ছবিতে পাশাপাশি দেখে কে নকল আর কে আসল তা বোঝার কোনো উপায় নেই।

জানা গেছে, মূর্তিটা একটি রেস্তোরাঁয় রাখা হবে। শোনা যাচ্ছে, ইস্তাম্বুলের নুসর-এত স্যান্ডাল বেডেস্টেনি রেস্তরাঁতেই থাকবে ওই মূর্তি। অবশ্য কোনটা মূর্তি আর কোনটা অাসলে তিনি তা এখনো গোপনই রয়েছে।মন্তব্য