kalerkantho


মালিকের হুইলচেয়ার ঠেলে নিয়ে যায় পোষা কুকুর (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

২০ জুলাই, ২০১৮ ২১:৪১মালিকের হুইলচেয়ার ঠেলে নিয়ে যায় পোষা কুকুর (ভিডিও)

সচরাচর শোনা যায় মানুষের প্রিয় বন্ধু কুকুর। ফিলিপাইনের একজন ফেসবুক ব্যবহারকারী এক ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে সেটাই প্রমাণ করলেন।

সেই ভিডিওতে দেখা যায়, রাস্তায় এক কুকুর তার প্রভুর হুইচেয়ার ঠেলে নিয়ে যাচ্ছে। সেই দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ভাইরাল হয়ে গেছে।

ফেইথ রেভিল্লা নামের ওই নারী ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন গত ৩০ জুন। তার পর সেটা বহু মানুষ শেয়ার করেছেন। জানা গেছে, হুইলচেয়ারে বসে থাকা ওই ব্যক্তির নাম ড্যানিলো অ্যালার্কন। বহু বছর আগে মোটর সাইকেল দুর্ঘটনায় তার মেরুদণ্ডে আঘাত লাগে। দুর্ঘটনার পর থেকে তিনি হাঁটাচলা করতে অক্ষম হয়ে পড়েন।

ডিগং নামের কুকুর জন্ম থেকেই তার কাছে আছে। ভিডিওতে দেখা যাচ্ছে ডিগং তার মাথা দিয়ে প্রভুর হুইলচেয়ার ঠেলে নিয়ে যাচ্ছে।

রেভিল্লা এগিয়ে গিয়ে অ্যালার্কনের সঙ্গে আলাপ করেন। কুকুর ও তার মালিককে দেখে খুব ভালো লাগে রেভিল্লার। পরে তাদের পছন্দের জায়গায় নিয়ে গিয়ে ট্রিট দেন তিনি।

দেখুন ভিডিওমন্তব্য