kalerkantho


ভাবুন তো, পানির নিচে কবর হলে কেমন হবে?

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুলাই, ২০১৮ ২২:৪৮ভাবুন তো, পানির নিচে কবর হলে কেমন হবে?

কেউ মারা গেলে নানাভাবে মরদেহ সৎকার করা হয়। মুসলমানদের জানাজা শেষে কবর দেওয়া হয়, অন্যদিকে হিন্দুদের বেশিরভাগ ক্ষেত্রে মরদেহ পুড়িয়ে ফেলতে দেখা যায়। অন্যান্য ধর্মাবলম্বীদেরও নিজ নিজ রীতি অনুযায়ী মরদেহ সৎকার করা হয়।

তবে সচরাচর সবারই সমাধিস্থল ডাঙায় নির্ধারণ করা হয়। কারো কারো সমাধি যত্ন সহকারে বাঁধাই করে দেওয়া হয়। সামর্থ্য না থাকলে বাঁশের বেড়া দিয়েও ঘিরে রাখতে দেখা যায়।

তবে এবার একেবারে ভিন্ন ধরনের চিন্তা করা হচ্ছে কুইন্সল্যান্ডে। অস্ট্রেলিয়ার গোল্ড উপকূলের দক্ষিণ দিকে পানির নিচে সমাধি করার চিন্তাভাবনা করা হচ্ছে।

ইতোমধ্যেই এ ব্যাপারে সরকারের কাছে প্রস্তাবও দেওয়া হয়েছে। জানা গেছে, চলতি বছরের শেষের দিকে এ ব্যাপারে পার্লামেন্টে ভোট হবে। তাতে যদি পানির নিচে সমাধি করার পক্ষে বেশিরভাগ সমর্থন যায়, তাহলে ভবিষ্যতে পানির নিচে সমাধি হতে দেখা যাবে।

ওই প্রস্তাবে বলা হয়েছে, পানির নিচে সমাধি হবে। সেই সমাধির ওপর ঘুরে বেড়াবে সামুদ্রিক মাছ। কতো সুন্দর লাগবে সেই দৃশ্য! মাছের সঙ্গে শুয়ে থাকতে আপনার কেমন লাগবে?মন্তব্য

saad commented 23 days ago
sheta tho porer kota kintu feresth jaben kib vaba