kalerkantho


ভাইরাল ভিডিও

ঈগলের পায়ে করে উড়ে এলেন বর-কনে!

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জুলাই, ২০১৮ ২১:৩৩ঈগলের পায়ে করে উড়ে এলেন বর-কনে!

বিয়ে তো নয়‚ যেন আরব্য রজনী। সিন্দবাদ যদি পারেন তবে হবু দম্পতিই বা পারবেন না কেন? তাঁরাও বিয়ের আসরে এলেন উড়ন্ত ঈগলের পায়ে ঝুলন্ত অবস্থায়।

সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এমনই এক ভিডিও। যেখানে দেখা যাচ্ছে আকাশপথে উড়তে উড়তে আসছে বর ও বধূবেশে সজ্জিত তরুণ তরুণী। তারা দুজনে খাঁচায় বন্দি। সেই খাঁচা আবার বিশ্বগোলক আকৃতির। ধীরে ধীরে সেই খাঁচা নামতে শুরু করল।

মাটির কাছাকাছি আসতেই আতসবাজি ফাটতে শুরু করল। সেই বাজি আবার লাগানো ছিল খাঁচার গায়ে। এভাবেই বিয়ে করতে এলেন ওই জুটি। কোথায়‚ কে তাঁরা‚ কিছু জানা যায় না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দ্রুত জনপ্রিয় হয়েছে তাঁদের ভিডিও।

আবহে জনপ্রিয় হিন্দি গান‚ ক্রেনের সাহায্যে উড়ন্ত ঈগলবাহিত হয়ে নামছে ভাবি দম্পতি। এই দৃশ্য দেখে তাক লেগে যাওয়ারই কথা।

দেখুন ভিডিওটিমন্তব্য