kalerkantho


আর্জেন্টিনায় ৯২০ কেজির 'এমবাপে'!

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জুলাই, ২০১৮ ১৯:০৫আর্জেন্টিনায় ৯২০ কেজির 'এমবাপে'!

রাশিয়া বিশ্বকাপে গতি আর সামর্থ্যের সেরাটা দেখিয়ে ফুটবলবিশ্ব মাতিয়ে দিয়েছেন ১৯ বছর বয়সী ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপে। দলের বিশ্বকাপ জেতায় তার অসামান্য অবদান। মেসি-রোনালদো পরবর্তী যুগে তাকেই ফুটবলের মহাতারা হিসেবে দেখছে সবাই। কিন্তু আর্জেন্টিনার যে এমবাপের কথা আজ পাঠকদের বলবে, সে ফুটবল খেলে না। আসলে সে মানুষ নয়; ৯২০ কেজি ওজনের একটি ষাঁড়!

২২ মাস বয়স তার। বিকট চেহারার এই ষাঁড়ের নাম আবার এমবাপে। সব মিলিয়ে বেশ গোলমেলে ব্যাপার। তবে ব্যাপারটা যতই গোলমেলে হোক না কেন, বিরাটাকার এমবাপে কিন্তু নিছকই অবলা এক প্রাণী। তাতে কোনো গোলমাল নেই। আর্জেন্টিনায় আয়োজিত ১৩২তম কৃষি ও শিল্প মেলায় এই এমবাপে প্রধান আকর্ষণ হয়ে দাঁড়ায়। তাকে ঘিরে উৎসাহের শেষ নেই। এত উৎসাহ যে তার নামের জন্য, সেটা আর বলে দিতে হয় না। 

ইনিই হলেন আর্জেন্টিনার 'এমবাপে'। ছবি : নিউজ ফর ইউরোপ

৯২০ কেজি ওজনের ষাঁড়ের নাম এমবাপে রাখার পেছনে অবশ্য ব্যবসায়িক উদ্দেশ্যেটাই পরিস্কার। আর্জেন্টিনার কিউরেকো খামারে জন্ম নিয়েছিল এমবাপে। লুসিয়ানো ট্রাপ্পা নামের এক ভদ্রলোক ছোট থেকে তার দেখাশোনা করেন। সেই লুসিয়ানো বলছেন, 'বিশ্বকাপজয়ী দলের সেরা তারকাকে আমরা সম্মান জানাতে চেয়েছিলাম। এমবাপের এই নামের পিছনে কোনো যুক্তি নেই। তবে ফুটবল ও বিশ্বকাপের প্রতি আমাদের প্রবল আকর্ষণ বোঝাতে এই উদ্যোগ।'

'ওর এত বড় আকার সত্যি অস্বাভাবিক। এরকম বিশালাকার ষাঁড় সচরাচর দেখা যায় না। তবে এমবাপের এমন আকার হওয়ার পিছনে ওর পূর্বপুরুষদের জিনের প্রচ্ছন্ন প্রভাব রয়েছে।'

তিনি আরও বলেন, 'ও আসলে হাইকোয়ালিটি ব্রিড। গোটা আর্জেন্টিনায় খুঁজলেও হয়তো এমবাপের মতো এত বড় আকারের ষাঁড় পাওয়া যাবে না। আমরা ওকে কৃষি ও শিল্প মেলার উদ্বোধনের দিন সবার সামনে এনেছিলাম। মুহূর্তের মধ্যে ওকে নিয়ে মানুষের কৌতুহল বেড়ে গেল। বিশ্বকাপে দারুণ পারফর্ম করা এমবাপের মতো আমাদের এই এমবাপেও এখন খুব জনপ্রিয়।'মন্তব্য