kalerkantho


হাতে প্রমাণ রেখে তরুণীর আত্মহত্যা

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জুলাই, ২০১৮ ১৮:০৬হাতে প্রমাণ রেখে তরুণীর আত্মহত্যা

আত্মহত্যার সময় অনেকেই চিরকুট লিখে রেখে যান। তবে অনেক সময় পরিবারের লোকজন সেই চিরকুট গায়েব করেও দেন। জানা গেছে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ২২ বছর বয়সী তরুণী সুপর্ণা দাস।

পুলিশ বলছে, গত রবিবার  আত্মহত্যা করার আগে তিনি নিজের বাম হাতেই মৃত্যুর কারণ লিখে গেছেন। তার পরিবারের লোকজন বলছে, অর্থনৈতিক দুরাবস্থার কারণে তিনি চরম মানসিক দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন পার করছিলেন।

বেলদা পুলিশের দায়িত্বে থাকা কর্মকর্তা বলছেন, সুপর্ণা দাসের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তারই শোয়ার ঘরে। তিনি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আত্মহত্যার জন্য তিনি নিজের ওড়না ব্যবহার করেছেন।

তিনি আরো বলেন, আত্মহত্যা করার আগে নিজের বাম হাতেই তিনি লিখে গেছেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

সুপর্ণার বাবা জানান, আমি জানি না কেন সে এমন কাজ করেছে। কলেজ থেকে সে সময় মতোই ফিরে এসেছিল। ওর বন্ধু-বান্ধবের সংখ্যাও খুব একটা বেশি ছিল না। শেষ কয়েকদিন আমরা ওকে বকাঝকা করিনি বা কোনো শাস্তিও দিইনি।

পুলিশ বলছে, পরিবারের তরফ থেকে কোনো রকম অভিযোগ দায়ের করা হয়নি।মন্তব্য