kalerkantho


ড্রাগ টেস্টের জন্য আর প্রাণীদের কষ্ট দিতে হবে না! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জুলাই, ২০১৮ ১৫:৫৩ড্রাগ টেস্টের জন্য আর প্রাণীদের কষ্ট দিতে হবে না! (ভিডিও)

ছবি অনলাইন

সম্প্রতি নতুন একটি চিপ আবিষ্কার করেছেন গবেষকরা। এ চিপটি বেশ অদ্ভুত। কারণ এটি কোনো প্রাণী নয়, তবুও প্রাণীদের কষ্ট দূর করবে!

গবেষকরা বলছেন, ওষুধ পরীক্ষার জন্য ব্যবহার করা যাবে এ চিপটি, যার নাম দেওয়া হয়েছে ‘হিউম্যান অরগ্যান-অন-এ চিপ’।

বিভিন্ন সর্বাধুনিক ওষুধ মানুষকে প্রয়োগের আগে তা পরীক্ষার দরকার হয়। আর এজন্য সারা বিশ্বেই কোটি কোটি প্রাণীকে কষ্ট দেওয়া হয়। তাদের দেহে নানা রোগের সংক্রমণ ঘটানো হয় এবং এরপর তা ওষুধ প্রয়োগে কতখানি কাজ হয় তা পর্যবেক্ষণ করা হয়। এক্ষেত্রে প্রাণীদের কষ্টের কথা ভেবে দেখা হয় না।

নতুন ডিভাইসটির কার্যকর ব্যবহার শুরু হলে মানুষের দেহের বিভিন্ন পরীক্ষার জন্যই এসব প্রাণীদের ব্যবহার অনেকটাই কমে আসবে বলে আশাবাদী গবেষকরা।

গবেষকরা বলছেন, নতুন আবিষ্কৃত প্রসাধনী ও ওষুধ পরীক্ষার জন্য এ চিপটি ব্যবহার করা সম্ভব। এতে রাসায়নিক পদার্থ ও পরিবেশগত বিষয়গুলোর প্রভাবও জানা সম্ভব হবে। মানুষের দেহের অভ্যন্তরে কোনো অঙ্গের যে কাজ, সে কাজগুলোর ওপর ওষুধের প্রভাবও জানা সহজ হবে নতুন চিপটির সহায়তায়।

ভিডিওতে দেখুন আরো কিছু তথ্য-মন্তব্য