kalerkantho


ইরানি তরুণী গ্রেপ্তারের প্রতিবাদস্বরূপ নাচ

কালের কণ্ঠ অনলাইন   

৯ জুলাই, ২০১৮ ১০:২৪ ইরানি তরুণী গ্রেপ্তারের প্রতিবাদস্বরূপ নাচ

নাচ নিয়ে ইরানে যেন তুলকালাম কাণ্ড চলছে। খোলামেলা পোশাকে নাচের অপরাধে ইরানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে গেছে সম্প্রতি মায়েদেহ হোজাবরি নামে এক তরুণীকে গ্রেপ্তারের পর।

অনেকেই তাদের নাচের ভিডিও অনলাইনে পোস্ট করেছেন। এক্ষেত্রে ইনস্টাগ্রাম সবচেয়ে বড় ভূমিকা রাখছে। তারা  #dancing_isn't_a_crime সহ আরো কয়েকটি হ্যাশট্যাগও তৈরি করেছেন। ইনস্টাগ্রামে এসব নাচের ভিডিও পোস্ট করায় ইরানে বেশ কয়েকজন নাগরিককে আটক করা হয়েছে।

নাচের জন্য গ্রেপ্তারকৃত মায়েদেহ হোজাবরি নামের এক তরুণীকে গ্রেপ্তারের পর তার ইনস্টাগ্রাম আইডি বন্ধ করে দেয়া হয়েছে। ইনস্টাগ্রামে তার প্রায় ছয় লাখ ফলোয়ার ছিল। তিনি অবশ্য নাচের অপরাধে আরেকজনকে গ্রেপ্তারের প্রতিবাদে নেচেছিলেন বলে জানিয়েছিলেন।

হোজাবরিকে আটকের পর তার ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তার অ্যাকাউন্ট স্থগিত করে দেয়ার পরেও সবার কাছে সেই ভিডিও পৌঁছে গেছে। এ ঘটনার পর আরো বহু মানুষ নিজেদের নাচের ভিডিও অনলাইনে প্রকাশ করে ইরানি সরকারের রক্ষণশীলতার প্রতিবাদ করছেন। নাচের অপরাধে গ্রেপ্তারকৃতদের মুক্তিরও দাবি করছেন তারা।মন্তব্য