kalerkantho


টিভিতে লাইভের মধ্যেই যৌন হেনস্থা নারী রিপোর্টারকে!

কালের কণ্ঠ অনলাইন   

২১ জুন, ২০১৮ ১৭:১৫টিভিতে লাইভের মধ্যেই যৌন হেনস্থা নারী রিপোর্টারকে!

ফের নারী রিপোর্টারকে শ্লীলতাহানির ঘটনা ঘটল অন এয়ার। লাইভ চলাকালীন নারী রিপোর্টারকে সটান চুমু খেয়ে চলে গেল এক ব্যক্তি। এমনই দুঃসাহসিক ঘটনা ঘটল খোদ ওয়ার্ল্ড কাপের দেশে। জার্মানির ডি ডব্লিউ নিউজ চ্যানেলের এক রিপোর্টারের সঙ্গে এমনটা ঘটেছে।

কলম্বিয়ান রিপোর্টার জুলিয়েথ গঞ্জালেজ থেরান রাশিয়ার সারানস্কের সিটি স্কোয়্যারে দাঁড়িয়ে লাইভ করছিলেন তিনি। আচমকা ঘটে যায় সেই ঘটনা। এক ব্যক্তি দৌড়ে এসে ওই নারীকে জড়িয়ে ধরে চুমু দিয়ে চলে যান। তাঁর বুকেও হাত দেন ওই ব্যক্তি।

তবে, তাতে একটুও বিচলিত হননি ওই নারী রিপোর্টার। তিনি তাঁর লাইভ থামিয়ে না দিয়ে চালিয়ে যান অনায়াসে। পরে ওই ফুটেজ তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

তিনি লিখেছেন, ‘লোকটা এসে আমাকে চুমু দিয়ে চলে গেল। আমার বুকও হাত দিয়ে ছুঁল। তারপরও আমাকে লাইভ চালিয়ে যেতে হয়েছে। পরে আমি দেখার চেষ্টা করেছিলাম যে লোকটা দাঁড়িয়ে আছে কি, কিন্তু ততক্ষণে লোকটা চলে গিয়েছে।’

তিনি আরও জানান, লাইভ ব্রডকাস্টিং-এর আগে দু’ঘণ্টা ধরে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তখন কেউ কোনও বিরক্ত করেনি। যখনই তিনি লাইভ শুরু করলেন, তখনই সুযোগ নিলেন ওই ব্যক্তি।মন্তব্য