kalerkantho

পুরনো বন্ধুকে ভুলে যাননি পুতিন!

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুন, ২০১৮ ২০:২২ | পড়া যাবে ১ মিনিটেপুরনো বন্ধুকে ভুলে যাননি পুতিন!

রাশিয়া  ২০১৮ বিশ্বকাপের আয়োজক হওয়া নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছিল। ফুটবলের হর্তাকর্তা ফিফার তৎকালীন প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের অনড় অবস্থানের কারণে চারিদিক থেকে তুমুল প্রতিবাদ আর প্রতিরোধ শুরু হয়।

তার পরেও বিশ্বকাপের আয়োজক হিসেবে টিকে যায় রাশিয়া। সেই রাশিয়াতেই ২০১৮ বিশ্বকাপের জমজমাট আসর জমে উঠেছে। কিন্তু ফিফার তৎকালীন সভাপতির দিন বেজায় খারাপ যাচ্ছে।

দুর্নীতির দায়ে ছয় বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ব্ল্যাটার। কিন্তু তাকে ভুলে যাননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উদ্বোধনী অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানাতে না পারলেও অন্য যে কোনো ম্যাচ দেখে যাওয়ার আমন্ত্রণ জানান।

পুতিনের সেই আমন্ত্রণে সাড়া দিয়ে রাশিয়ায় বিশ্বকাপের খেলা দেখতে আসছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার। ব্ল্যাটারকে চলতি বছরের মার্চে আমন্ত্রণ জানিয়েছিলেন পুতিন।

জানা গেছে, রাশিয়ায় বিশ্বকাপের মাত্র দুটি ম্যাচ মাঠে বসে উপভোগ করবেন ব্ল্যাটার। গ্রুপ পর্বের দুটো ম্যাচ দেখেই আবার দেশে ফিরে যাবেন তিনি।

মন্তব্য