kalerkantho


অসতর্কভাবে তোলা ছবি ফেসবুকে দিয়ে বিপাকে তিনি!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুন, ২০১৮ ২১:০০অসতর্কভাবে তোলা ছবি ফেসবুকে দিয়ে বিপাকে তিনি!

কিছু টাকার প্রয়োজন ছিল। সে কারণে নিজের মাইক্রোওয়েভ বিক্রি করার সিদ্ধান্ত নেন। মাইক্রোওয়েভের ছবি তুলে আপলোড করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে।

সেই ছবিই হলো কাল। এমন কাণ্ড ঘটেছে সেই ছবিতে যে, লজ্জায় মুখ দেখাতেই পারছেন না ওই যুবক।

জানা গেছে, ঘটনাটি তাইওয়ানের। সেখানকার একটি ফেসবুক গ্রুপে তিনি লেখেন, ঝকঝকে নতুন মাইক্রোওয়েভ, ক্যাবিনেট সাইজ, কখনো ব্যবহার করা হয়নি। পিকআপ অথবা মিটআপ, দুইই সম্ভব।

পোস্ট করার পর থেকেই সমস্যা দেখা দেয়। লোকজন সেই বিজ্ঞাপনে ‘এক্সট্রা অফার’ খুঁজে পান। মাইক্রোওয়েভের কাচের দরজায় ওই যুবকের নগ্ন ছবি ফুটে উঠে থাকতে দেখেন সকলেই।

আসলে নগ্ন হয়েই মাইক্রোওয়েভের ছবি তুলেছিলেন ওই যুবক। বেখেয়ালে সেটাই পোস্ট হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

দ্রুত ট্রোলিং আরম্ভ হয়। গণমাধ্যমেও 'খবর' হয় তা নিয়ে। এদিকে যুবকের মুখ দেখানো দায় হয়ে পড়েছে। পরে তিনি ছবিটি মুছে ফেলেছেন। তবে ইতোমধ্যে তো অনেকেই দেখে ফেলেছেন সেই ছবি; ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।মন্তব্য