kalerkantho


ছাদের কার্ণিশেও এমন কাণ্ড ঘটাতে পারেন কেউ!

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জুন, ২০১৮ ১৯:৪৯ছাদের কার্ণিশেও এমন কাণ্ড ঘটাতে পারেন কেউ!

উৎসব উপলক্ষে জীবনের ঝুঁকি নিয়ে অনেকে দূরপাল্লার ভ্রমণ করেন। ঝুঁকি নিয়ে অনেককে স্ট্যান্ট করতেও দেখা গেছে। তাই বলে ঝুঁকি জেনেও বহুতল ভবনের ছাদে যে কেউ সঙ্গীর সঙ্গে মিলিত হতে পারেন, এই ঘটনার আগে কেউ হয়তো সেটা ভাবেওনি।

কিন্তু সম্প্রতি ইউটিউবে সে ধরনের ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, চারতলা বাড়ির ছাদে কার্ণিশের উপরে প্রকাশ্যে সঙ্গম করছেন এক যুগল। যে কোনো মুহূর্তে তারা পড়ে যেতে পারেন। কিন্তু তার এতোটাই মত্ত যে, তাদের কোনো ভ্রুক্ষেপই নেই।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে। ছাদে, প্রকাশ্যে এমন উদ্দাম মিলন দেখে অনেকেই স্মার্টফোনের ক্যামেরা তাক করেন। তাদের মধ্যেই কেউ ভিডিওটি ইউটিউবে আপলেঅড করে দিলে তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, যুগলের কীর্তিতে পথচারীরা অনেকেই চিৎকার করছেন। অনেকেই ব্যঙ্গ করে উৎসাহ দিচ্ছেন যুগলকে।

অনেকেই ফেসবুকে শেয়ার করেছেন ভিডিওটি। জানা গেছে, যে বাড়ির ছাদে ওই যুগল মিলিত হয়েছেন, সেটি ওই অঞ্চলের সব থেকে উঁচু বাড়ি। রাস্তায় হই চই শুরু হলে যুগল তড়িঘড়ি সেখান থেকে নেমে যান।মন্তব্য