kalerkantho


ভিডিও গেমের নেশা ছাড়াতে...

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুন, ২০১৮ ১৫:১৩ভিডিও গেমের নেশা ছাড়াতে...

ছবি অনলাইন

ভিডিও গেমের নেশা অনেকের ক্ষেত্রেই অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। আর কোনো নেশাই যে ভালো নয়, তা নতুন করে বলার কিছু নেই। সম্পতি এমনই এক নেশার কবলে পড়েছিল নয় বছরের শিশু। এরপর তার সেই নেশা ছাড়াতে রীতিমতো পুনর্বাসন কেন্দ্রে পাঠাতে হয়েছে।

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। শিশুটির মা ক্যারোল গণমাধ্যমকে জানিয়েছেন, তার কন্যা ফোর্টনাইট নামে একটি গেমের জন্য রীতিমতো অস্বাভাবিক হয়ে উঠেছিল।

সারা রাত সে লুকিয়ে গেমটি খেলত। এরপর দিনের বেলা স্কুলে গিয়ে ঘুমাত। দৈনন্দিন কার্যক্রমে গণ্ডগোল বাধায় তার পড়াশোনা একেবারে বন্ধ হয়ে যায়।

শুধু তাই নয়, শিশুটি তার বাবা-মায়ের ক্রেডিট কার্ড চুরি করে অনলাইনে গেমের জন্য অর্থ ব্যয় করে। এভাবে রীতিমতো ভয়ঙ্কর হয়ে ওঠে তার নেশা।

এমনকি নানাভাবে সেই নেশা থেকে নিবৃত্ত করার চেষ্টা করেও বিফল হন তার বাবা-মা। এরপর বিষয়টি নিয়ে মানসিক চিকিৎসকের সঙ্গে কথা বলেন তার বাবা-মা। তারা তাকে পুনর্বাসন কেন্দ্রে রাখতে সম্মত হন। সেখানেই চিকিৎসা শেষে হয়ত গেমের নেশা ছাড়ানো সম্ভব হবে শিশুটির।মন্তব্য