kalerkantho


শারীরিক অবস্থা গোপন রাখতে সিঙ্গাপুরে টয়লেট নিয়ে গেছেন কিম!

কালের কণ্ঠ অনলাইন   

১১ জুন, ২০১৮ ১৮:১৬শারীরিক অবস্থা গোপন রাখতে সিঙ্গাপুরে টয়লেট নিয়ে গেছেন কিম!

২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে বসছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ইতোমধ্যেই দুই নেতাই সিঙ্গাপুরে পৌঁছেছেন।

তাদের বৈঠককে ঘিরে এখন উভয় পক্ষ চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে তাদের বৈঠকের খরচ হচ্ছে দুই কোটি ডলার। এর আগে ১১ বার উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু মুক্ত হওয়ার ব্যাপারে আলোচনার করতে গিয়ে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

তবে অন্য একটি বিষয় এবার আলোচনায় উঠে এসেছে। সেটা কিম জং উনের টয়লেট। অবাক হলেও ঘটনা সত্য। সিঙ্গাপুরে কিম জং উন নিজস্ব ভ্রাম্যমাণ টয়লেট নিয়ে এসেছেন।

অবশ্য কেবল এখানেই নয়; এর আগে তিনি ভ্রমণের সময় বহুবার সেই টয়লেট নিয়ে বহু জায়গায় গেছেন। তার নিজস্ব মার্সিডিজ গাড়ির ভেতরেও নাকি টয়লেট রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, কিমের শারীরিক অবস্থা গোপন করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে। কেননা তার মল পরীক্ষা করলেই শারীরিক অবস্থা সম্পর্কে সবকিছু জানা যাবে। সে কারণে কিমের বর্জ্য ভ্রমণ করা জায়গায় ফেলা হয় না।মন্তব্য