kalerkantho


ডেটিং শেখার প্রতিষ্ঠান!

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মে, ২০১৮ ১৫:৫৫ডেটিং শেখার প্রতিষ্ঠান!

ফাইল ফটো

এমন প্রতিষ্ঠানের কথা কেউ আগে ভাবতেও পারেনি। কিন্তু এবার তাই যেন বাস্তব হয়ে গেল। চীনে এমন প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেখানে ডেটিংয়ের নানা কলাকৌশল শেখানো হয়।

চীনের সেই প্রতিষ্ঠানটির দাবি তারা পুরুষদের এমন কিছু কলাকৌশল শেখায়, যা নারীদের সামনে আকর্ষণীয় হিসেবে তুলে ধরবে। আর এর ব্যয়ও কম নয়- সাড় চার হাজার ডলার পর্যন্ত। এসব কোর্সে সুন্দরভাবে কথা বলা থেকে শুরু করে নাচ পর্যন্ত শেখানো হয়।

চীনে ডেটিংয়ের জন্য কোনো নারী জোগাড় করা মোটেই সহজ নয়। কারণ দেশটিতে পুরুষের সংখ্যা বেশি এবং নারীর সংখ্যা কম। দীর্ঘদিন ধরে প্রচলিত একসন্তান নীতির কারণেই পুরুষের সংখ্যা বেড়ে গেছে দেশটিতে। আর এ কারণে বহু যোগ্য পুরুষই কোনো নারীর সন্ধান পাচ্ছেন না।

এ অবস্থায় চীনের লাভ এনার্জি নামে সেই প্রতিষ্ঠানটি পুরুষদের শেখাচ্ছে, কিভাবে নারীর সামনে নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে হবে। অনলাইনে এবং ক্লাসরুমের মাঝে এ শিক্ষার ব্যবস্থা রয়েছে।মন্তব্য