kalerkantho


স্কুলে হত্যাকাণ্ডের পেছনে যত অদ্ভুত কারণ

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মে, ২০১৮ ১২:৩৭স্কুলে হত্যাকাণ্ডের পেছনে যত অদ্ভুত কারণ

ছবি অনলাইন

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে নিরীহ ছাত্রদের গুলি করে হত্যার ঘটনা অহরহই ঘটছে। শুধু মে মাসেই বিভিন্ন আগ্নেয়াস্ত্রজনিত ঘটনায় ৩৬ জন নিহত হয়েছে যুক্তরাষ্ট্রে। আর এ গোলাগুলির পেছনে ট্রাম্প প্রশাসন নানা অদ্ভুত কারণ বের করেছে। তবে আসল যে কারণ- আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ, তা একেবারেই উচ্চারণ করা হচ্ছে না।

আগ্নেয়াস্ত্র নয় বরং যে কারণগুলো তুলে ধরা হয়েছে সেগুলো হলো-
স্কুলপড়ুয়া ও তরুণদের মাঝে ড্রাগের বিস্তার
গর্ভপাতের মাধ্যমে ভ্রুণ হত্যা ও ভাঙা পরিবার
মিডিয়ায় নানা বিষয়কে ভুলভাবে উপস্থাপন
মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা
স্কুলের নানা সমস্যা
স্কুলে প্রবেশের একাধিক দরজা
শিক্ষার্থীদের অস্বচ্ছ ব্যাকপ্যাক, যেখানে ভেতরে কী রয়েছে দেখা যায় না
এবং ভিডিও গেমের নৃশংসতা।

অস্ত্র নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে বাদ দিয়ে অন্যান্য বিষয় নিয়ে মাতামাতি করায় ট্রাম্প প্রশাসনকে অনেকেই এখন হাস্যকর বলে মনে করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে আগ্নেয়াস্ত্র নির্মাতাদের শক্তিশালী সিন্ডিকেট। তাদের চাপেই এমনটা করা হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা।মন্তব্য