kalerkantho


লেডিস হোস্টেলের শৌচাগারে গুইসাপ!

কালের কণ্ঠ অনলাইন   

২১ মে, ২০১৮ ২০:০৮লেডিস হোস্টেলের শৌচাগারে গুইসাপ!

সামান্য আরশোলাতেই পিলে চমকে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়। আর সেখানে জ্বলজ্যান্ত গুই সাপ! প্রথমে ছাদে, পরে সেখান থেকে নেমে এসে শৌচাগারের বেসিনের উপরে ঘুরে বেড়ায় সেটি।

ঘটনাটি ঘটেছে ভারতের নেতাজি সুভাষচন্দ্র ইনস্টিটিউট অব টেকনোলজির মেয়েদের হোস্টেলে। সেই খবরে হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

জানা গেছে, শেষ পর্যন্ত ওই শৌচাগারের মধ্যেই বন্দি করে রাখা হয় গুই সাপটি। এনএসআইটি-এর নিজস্ব সংবাদপত্র ‘দ্য অ্যালায়েন্স’-এর ফেসবুক পেজে সেই খবর জানানো হয়।

সেখানে আরো জানিয়ে দেওয়া হয়, গার্লস হোস্টেল-১-এ ঢুকে পড়েছে একটি গুই সাপ। সমস্ত হোস্টেলের মেয়েরা যেন নিজেদের ঘরের দরজা বন্ধ রেখে নিরাপদে থাকে। সেই সঙ্গে হোস্টেল নিকটস্থ জঙ্গল এড়িয়ে কেবল প্রধান রাস্তা ধরেই চলাফেরা করতে বলা হয় সকলকে।

অবশ্য পরে ওই গুই সাপটিকে বাইরে বের করে দেওয়া হয়। হোস্টেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার আগের রাতে প্রবল ঝড়বৃষ্টি হয়েছিল। সম্ভবত সেই ঝড়ের দাপটেই প্রাণীটি সকাল সাড়ে এগারোটা নাগাদ উঠে যায় হোস্টেলের ছাদে।মন্তব্য