kalerkantho


ভারতে এবার দুধের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ!

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মে, ২০১৮ ২১:৫৬ভারতে এবার দুধের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ!

ভারতে এবার মাত্র দুই বছরের মেয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে পঞ্চাশোর্ধ ব্যক্তির বিরুদ্ধে। কলকাতার হরিদেবপুর থানার সৃজনীর ওই ঘটনায় অভিযুক্তের নাম গোবিন্দ মাহাতো।  

অভিযোগ উঠেছে, গোবিন্দ প্রায়ই ওই শিশুকে কোলে নিতেন। কিন্তু বৃহস্পতিবার স্থানীয় লোকজন ও পরিবারের কাছে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে যান তিনি।

পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের হাতে তুলে দেওয়ার আগে গোবিন্দকে পাড়ার লোকেরা গণধোলাই দেন।

কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত গোবিন্দকে আটক করে নিয়ে যায়। বর্তমানে গোবিন্দ মাহাতোকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

শিশুর পরিবার থেকে জানানো হয়েছে, গোবিন্দ এলাকারই একটি গোডাউনে কাজ করেন। ছয় মাস আগে থেকেই কাজের ফাঁকে শিশুটিকে কোলে নিতেন তিনি।

বৃহস্পতিবার শিশুটিকে কোলে করে গোডাউনের পেছনে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন গোবিন্দ। তারপর স্থানীয়দের নজরে আসে ঘটনাটি। সঙ্গে সঙ্গে শুরু হয় গণধোলাই। খবর দেওয়া হলে পুলিশ এসে গোবিন্দকে আটক করে থানায় নিয়ে যায়।মন্তব্য