kalerkantho


স্নাইপারের সামনে ট্রাম্প : ছবি দিয়ে সমালোচিত সিএনএন

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মে, ২০১৮ ১২:৫৬স্নাইপারের সামনে ট্রাম্প : ছবি দিয়ে সমালোচিত সিএনএন

ছবি অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্নাইপার রাইফেলের লেন্সের ভেতর দিয়ে কেমন দেখাবে, এমন একটি ছবি প্রকাশ করে সমালোচিত হয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

ছবিটি অনলাইনে পোস্ট করার পর থেকেই মার্কিন প্রেসিডেন্টের ভক্তদের রোষের মুখে পড়ে। এরপর চাপের মুখে ছবিটি মুছে ফেলা হয়।

ছবিটিতে দেখা যায় স্নাইপারের বন্দুকের লেন্সের ভেতর দিয়ে বক্তৃতারত ট্রাম্পকে যেমন দেখা যাবে তেমন একটি দৃশ্য। মার্কিন বিশ্লেষক ক্রিস কিলিজ্জা এ ছবিটি টুইটারে পোস্ট করেন।

সেখানে তিনি লেখেন, ‘যে পুলিশ অফিসাররা দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন তাদের স্মরণে ডোনাল্ড ট্রাম্প স্বর্গের দিকে আঙুলিনির্দেশ করেছেন।’

পরে অবশ্য সমালোচনার মুখে ছবিটি মুছে ফেলেন সেই সাংবাদিক। এরপর তিনি লিখেছেন বিষয়টি নিয়ে যেন বিভ্রান্তি না ছড়ায় এজন্য তিনি তা মুছে ফেলেছেন।মন্তব্য