kalerkantho


ট্রাম্পের পুত্রবধূর সঙ্গে গভীর প্রেম ছিল সৌদি যুবরাজের!

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মে, ২০১৮ ২২:৪৭ট্রাম্পের পুত্রবধূর সঙ্গে গভীর প্রেম ছিল সৌদি যুবরাজের!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় পুত্রবধূ ভেনেসা ট্রাম্পের সঙ্গে গভীর প্রণয় ছিল এক সৌদি যুবরাজের। শুধু প্রেম-ই নয়, তিনবছর একসঙ্গে এক ছাদের থেকেছেনও তারা। তবে ৯/১১ হামলার পর বাধ্য হয়েই ভেনেসাকে ছেড়ে নিজ দেশে পাড়ি জমিয়েছিলেন সৌদি যুবরাজ খালিদ বিন বদর বিন সুলতান আলসৌদ।

যুবরাজ খালিদের বাবা বদর বিন সুলতান আলসৌদের সঙ্গে আল-কায়েদার পরোক্ষ যোগাযোগ ছিল বলে খবর প্রকাশের পরই দেশটি ছেড়ে চলে যায় খালিদ। যুবরাজের সঙ্গে প্রণয়ে জড়ানোর আগে ভেনেসার সঙ্গে সম্পর্ক ছিল ল্যাটিন কিং ভ্যালেন্টাইন রিভেরা ও হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর।

জানা গেছে, ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত যুবরাজ খালিদ বিন বদরের সঙ্গে প্রেম করেছেন ভেনেসা। এ সময় তাঁরা একসঙ্গেই থাকতেন। কিন্তু ৯/১১ হামলার পর ভেনেসাকে রেখে সৌদি আরব ফিরে যান যুবরাজ।

সৌদি যুবরাজ খালিদ এই অভিজাত ব্রিটিশ নারীকেও বিয়ে করতে চেয়েছিলেন

সৌদি রাজপরিবারের প্রভাবশালী যুবরাজ খালিদ ১৯৮৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত আমেরিকায় সৌদি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশেরও খুব ঘনিষ্ঠ ছিলেন। এ কারণে টুইন টাওয়ার হামলার দায় স্বীকার করা সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে তাঁর পরোক্ষ সংশ্লেষের বিষয়ে খবর প্রকাশ হলেও আমেরিকায় দায়িত্ব পালনে তাঁকে কোনো সংকটের মুখে পড়তে হয়নি। অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগের কোনো প্রমাণ কেউ দিতে পারেনি।

সূত্র: ডেইলি মেইলমন্তব্য