kalerkantho


৮ লাখ টাকা বিদ্যুৎবিল! আতঙ্কে আত্মহত্যা সবজি বিক্রেতার

কালের কণ্ঠ অনলাইন   

১২ মে, ২০১৮ ১৬:০৭৮ লাখ টাকা বিদ্যুৎবিল! আতঙ্কে আত্মহত্যা সবজি বিক্রেতার

ভারতের মহারাষ্ট্র রাজ্যের ইলেকট্রিসিটি বোর্ডের বিদ্যুৎবিলের ভুলের কারণে আত্মহত্যা করেছেন এক সবজি বিক্রেতা। ভুলক্রমে তার বিদ্যুৎবিল আসে ৮ লক্ষ ৬৫ হাজার টাকা। অবশেষে আতঙ্কে আত্মহত্যা করলেন জগন্নাথ শেলকে (৪০)। মহারাষ্ট্রের আওরঙ্গবাদ জেলায় এই ঘটনা ঘটেছে। 

জানা গেছে, জগন্নাথের বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম তেমন কিছুই ছিল না। তার আর্থিক অবস্থাও ছিল করুণ। দুই কামরার একটি ছোট বাড়িতে থাকতেন জগন্নাথ। তার বাড়িতে যে কর্মচারী মিটারের রিডিং নিতে এসেছিলেন, তিনি ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ ৬,১১৮ ইউনিটের বদলে লেখেন ৬১,১৭৮ ইউনিট৷ এই ভুলে বিশাল অঙ্কের বিল আসে তার বাড়িতে৷ 

পুলিশ জানিয়েছে, আত্মহত্যার আগে জগন্নাথ লিখেছেন, 'এত টাকা বিল আসাতে আমি ভীষণ মর্মপীড়ায় আছি। তাই আত্মহত্যা করতে বাধ্য হলাম।' 

বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের জন্য বারবার চাপ আসতে থাকায় মানসিক অবসাদগ্রস্থ হয়ে পড়েন  জগন্নাথ। এক পর্যায়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। 

এদিকে, এই ঘটনায় মহারাষ্ট্র রাজ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। 

সূত্র: ইয়াহু নিউজ

 মন্তব্য