kalerkantho


বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি নাবি তাজিমার মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২২ এপ্রিল, ২০১৮ ১৪:৪৫বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি নাবি তাজিমার মৃত্যু

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি নাবি তাজিমা মারা গেছেন। মৃত্যুকালে জাপানী এই নারীর বয়স হয়েছিল ১১৭ বছর। জাপানের হাসপাতালে গতকাল শনিবার সন্ধ্যায় মারা যান তিনি। 

জানা গেছে, নাবি তাজিমা গত জানুয়ারি থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর জন্ম ১৯০০ সালের ৪ আগস্ট। তাঁর সাত ছেলে, দুই মেয়ে। ছেলেমেয়েদের রয়েছে নাতি-পুতিসহ ১৬০ সদস্য।

গত বছর সেপ্টেম্বরে নাবি তাজিমা সবচেয়ে বেশি বয়সী নারীর স্বীকৃতি পান। সে সময় জাপানের টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, বয়স্ক নারীর স্বীকৃতি পাওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাজিমা গানের সুরে সুরে হাত নাচাচ্ছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক জেরনটলজি রিসার্চ গ্রুপ জানায়, তাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ জাপানের সিয়াও মিয়াকো। তিনি টোকিওর দক্ষিণে কানাগাওয়া এলাকায় বাস করেন। আর ১০ দিনের মধ্যেই তিনি ১১৭ বছরে পা দেবেন।

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের তালিকায় জাপানের বেশ কয়েকজন অন্তর্ভুক্ত রয়েছেন। ২০১৩ সালে মারা যাওয়া ১১৬ বছরের জিরিওমোন কিমুরা এদের অন্যতম। 

সূত্র: এবিসি নিউজ মন্তব্য