kalerkantho


বিজনেস ক্লাসে মোটা ও শিশুদের নেবে না থাই এয়ারওয়েজ

কালের কণ্ঠ অনলাইন   

২২ মার্চ, ২০১৮ ১৭:৩৮বিজনেস ক্লাসে মোটা ও শিশুদের নেবে না থাই এয়ারওয়েজ

বিজনেস ক্লাসে মোটা মানুষ এবং শিশুদের না নেওয়ার ব্যাপারে নতুন নীতিমালায় উল্লেখ রেখেছে থাই এয়ারওয়েজ। বোয়িং ৭৮৭-৯ বিমানে মোটা মানুষ এবং শিশুদের বহন না করার ব্যাপারে ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল।

কারণ হিসেবে সংস্থাটি বলছে, বিমানের সিট বেল্ট বাঁধতে পারেন না অতিরিক্ত মোটা মানুষরা। মোটা লোকদের শরীরের তুলনায় সিট বেল্ট ছোটো থাকার ফলে এ ধরনের সমস্যা দেখা দেয় বলে উল্লেখ করা হয়। বাচ্চাদের ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটে বলে জানানো হয়।

বিমান আরোহীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি সংস্থাটির। সংস্থাটির নিরাপত্তা এবং মান উন্নয়ন দপ্তরের ভাইস প্রেসিডেন্ট প্রথানা প্রত্তনাসিরি জানান, যাদের কোমরের আয়তন ৫৬ ইঞ্চির বেশি, তারা থাই এয়ারওয়েজের বিমানে উঠতে পারবেন না।মন্তব্য