kalerkantho


কুকুর ছানাটি বিশাল এক ভালুক হয়ে গেলো! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৮ ১৪:১৯কুকুর ছানাটি বিশাল এক ভালুক হয়ে গেলো! (ভিডিও)

সাদা কুকুরটি সঙ্গে প্রায়ই দুই পায়ে দাঁড়িয়ে খেলতো ওই কালো 'কুকুর ছানাটি'

২০১৫ সালের ঘটনা। চীনের দক্ষিণ-পশ্চিমে ইউনান প্রদেশের এক পর্বতাঞ্চলে এক ভদ্রলোক খুঁজে পেলেন ছোট্ট এক কুকুর ছানাকে। একাকী বাচ্চাটি অসহায় অবস্থায় ঘুরছিল। মায়া হলো তার। ওটাকে পালবেন মনে করে বাড়িতে নিয়ে এলেন। 

কুকুর ছানাটিকে দুধ, সসেজ বা অন্যান্য খাবার দিতে লাগলেন। স্মার্টফোনে মাঝে মাঝে ভিডিও করতেন। কিন্তু তার কাছে ছানাটিকে অদ্ভুত লাগতো। একেবারে কুচকুচে কালো, আর কেমন যেন দেখতে। প্রায়ই সে দুই পায়ে উঠে যেত, ওভাবেই কিছু দূর হাঁটত। 

বড় হতে থাকলো কুকুরটি, আর মালিকের দুই চক্ষু ওপরের দিকে উঠতে লাগলো। কুকুরটা ক্রমেই ভালুকের চেহারা পেতে থাকলো। 

তিনি বলেন, অবাক হতে থাকলাম যখন দেখলাম কুকুর ছানাটা ১.৭ মিটার পর্যন্ত লম্ব হয়ে গেলো। ওজন হয়ে গেলো ৮০ কেজির মতো। অথচ তার বয়স তখন মাত্র ৮ মাস। অবশেষে বুঝলাম, আমি কুকুর ভেবে একটা ভালুককে পালছি। নিরাপত্তার জন্য খুব দ্রুত ওটাকে খাঁচায় রাখতে লাগলেন তিনি। 

স্থানীয় ফরেস্ট বিভাগ এর খবর পেয়ে আসার আগ পর্যন্ত ওটাকে খাঁচাতেই বন্দি রাখলেন তিনি। গত ফেব্রুয়ারিতে এই ভালুকটিকে নিতে আসেন বনবিভাগের কর্মকর্তারা। পরে তাকে ইউনান লিজিয়াং শহরের অ্যানিমেল রেসকিউ অ্যান্ড ব্রিডিং সেন্টারে নেওয়া হয় তাকে। 

সূত্র : এনডিটিভি মন্তব্য