kalerkantho


ট্রাম্প এই সুন্দর পৃথিবীর পরিবেশের ক্ষতি করছেন, বলেছিলেন হকিং!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৮ ১৫:৪৬ট্রাম্প এই সুন্দর পৃথিবীর পরিবেশের ক্ষতি করছেন, বলেছিলেন হকিং!

বিজ্ঞানী স্টিফেন হকিং ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক ছিলেন সদ্য প্রয়াত কিংবদন্তী বিজ্ঞানী স্টিফেন হকিং। এর কতগুলো নমুনা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এর আগে নানা ইস্যুতে প্রকাশিত হয়েছে। ট্রাম্পের সমালোচনা করে হকিং বলেছিলেন, 'জলবায়ু চুক্তি থেকে সরে গিয়ে ট্রাম্প আমাদের এ সুন্দর পৃথিবীটার পরিবেশের ক্ষতি করছেন। আমাদের ও শিশুদের প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের মুখে দাঁড় করাচ্ছেন।'

প্যারিসে জলবায়ু পরিবর্তন চুক্তিতে ট্রাম্প যখন সই করতে অনীহার কথা জানান তখন সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন স্টিফেন হকিং। ওই সম্মেলনে বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকিগুলো দূর করার বিষয়টি গুরুত্ব পায়। 

গত জুলাই মাসে বিবিসিকে হকিং বলেন, 'জলবায়ু চুক্তি থেকে ট্রাম্পের সরে আসার সিদ্ধান্ত পৃথিবীকে ধ্বংসের কিনারে ঠেলে দেবে।' 

সতর্ক করে দিয়ে তিনি বলেন, 'জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী শুক্র গ্রহের মতো হয়ে যাবে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা ২৫০ ডিগ্রি  সেলসিয়াস-এর কাছকাছি হবে। শুধু তাই নয়, এতে সালফার বৃষ্টি হবে। আমাদের সামনে এখন অন্যতম বড় বিপদ এই জলবায়ু পরিবর্তন। সঠিক পদক্ষেপ নিলে এ বিপদ প্রতিরোধ করতে পারি।'

সূত্র:  বিবিসি, এনবিসি নিউজ

 

 

 

 মন্তব্য