kalerkantho


পাঠ্যবইয়ে কেন তার ছবি, মামলা করলেন যুবক!

কালের কণ্ঠ অনলাইন   

৯ মার্চ, ২০১৮ ২২:২৬পাঠ্যবইয়ে কেন তার ছবি, মামলা করলেন যুবক!

ষষ্ঠশ্রেণির পাঠ্যবইয়ে ছাপানো হয়েছে তার ছবি। বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না যুবক। সেটাও ভালো কোনো বিষয়ের সঙ্গে নয়; নেতিবাচক গল্পের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ওই ছবি।

ওই ছবি পাঠ্যবইয়ে ব্যবহারের জন্য শিক্ষামন্ত্রণালয়ের কেউ তার অনুমতিও নেয়নি। আর তাতেই বেজায় চটেছেন সৌদি আরবের ওই যুবক।

জানা গেছে, ওই যুবকের নাম মুহাম্মদ হামদান। ইতোমধ্যেই তিনি এ ব্যাপারে মামলা করেছেন। সেই সঙ্গে দাবি জানিয়েছেন, ওই পাঠ্যপুস্তকের সবগুলো কপি যেন ফিরিয়ে নেওয়া হয়।

নিজের সুনাম ক্ষুণ্ন হওয়ার অভিযোগ এনে মুহাম্মদ হামদান বলেন, যারা এ ধরনের জঘন্য কাজের সঙ্গে জড়িত ছিলেন, তাদের জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হয়।

স্কুলের পাঠ্যবইয়ে তাকে নেতিবাচকভাবে উপস্থাপনের কারণে বন্ধুমহলে হাসি-তামাশার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন হামদান।মন্তব্য