kalerkantho


জেমস বন্ডের ‘ইউ অনলি লিভ টুয়াইস’ আগ্নেয়গিরির বিস্ফোরণ

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৮ ১৫:১৭জেমস বন্ডের ‘ইউ অনলি লিভ টুয়াইস’ আগ্নেয়গিরির বিস্ফোরণ

জাপানের দক্ষিণাঞ্চলের একটি আগ্নেয়গিরিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জেমস বন্ডের বিখ্যাত ‘ইউ অনলি লিভ টুয়াইস’-ছবির জন্য এই আগ্নেয়গিরিটি সুখ্যাতি পেয়েছিল। 

এই আগ্নেয়গিরিতে বিস্ফোরণের সাথে-সাথে ধুয়ার কুণ্ডলী এবং আকাশজুড়ে কয়েক হাজার মিটারব্যাপী ছাই উড়তে দেখা গেছে। এর ফলে, নিকটস্থ একটি এয়ারপোর্ট থেকে ডজনখানেক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। 

জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সিনমোয়েদাক আগ্নেয়গিরিতে বেশ কয়েকবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর ফলে, ধুয়ার কুণ্ডলী সৃষ্টির পাশাপাশি যে ছাই উদগীরণ হয়েছে তার ব্যাপ্তি ছিল ২,৩০০ মিটার(৭৫০০ ফুট)। 
উল্লেখ্য, ২০১১ সালের পর এই আগ্নেয়গিরির এটি সবচেয়ে বড় বিস্ফোরণ। আগ্নেয়গিরির কয়েকটি ফাটল থেকে লাভাও বের হয়েছে। 

প্রসঙ্গত, ১৯৬৭ সালে জেমস বন্ডের ‘ইউ অনলি লিভ টুয়াইস’ ছায়াছবিতে এই আগ্নেয়গিরিটি দেখানো হয়েছিল। 

সূত্র: দ্য এমিরেটস ২৪/৭মন্তব্য