kalerkantho


নিপীড়নের প্রতিবাদে জনসম্মুখে লাঠি নিয়ে চড়াও হলেন সৌদি নারী

এবার শুরু হলো সৌদি নারীদের 'কাউন্টার অ্যাটাক'! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৮ ১৩:৩২এবার শুরু হলো সৌদি নারীদের 'কাউন্টার অ্যাটাক'! (ভিডিও)

ছবি অনলাইন

সৌদি আরবের নারীরা দীর্ঘদিন ধরেই অবদমিত। তবে এবার তারাও যে ছেড়ে কথা বলবেন না, তার প্রমাণ দেখা যাচ্ছে। যেন তাদের কাউন্টার অ্যাটাকের পালা শুরু হয়েছে!

চুল খোলা রেখে একটি পার্কে গিয়েছিলেন সেই সৌদি নারী। এরপর তাকে বিরুপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে তাতে দমে যাননি তিনি, একটি লাঠি নিয়ে সোজা পুরুষদের আক্রমণ করে বসেন।

সে নারীর চুল খোলা ছিল, এছাড়া অনেকের দৃষ্টিতে তার পোশাকও সৌদি আরবের প্রেক্ষিতে ভিন্ন ধরনের ছিল। বিষয়টি বিশ্বের বিভিন্ন দেশে স্বাভাবিক হলেও সৌদি আরবে অনেকের কাছেই অস্বাভাবিক। আর তাই পার্কে হাঁটার সময় কয়েকজন ব্যক্তি তাকে উত্যক্ত করা শুরু করে। তারা তাকে ঘিরে ধরে এবং চুল ও পোশাকের জন্য নানা মন্তব্য করে।

তবে সে নারী বিষয়টি মোটেই মেনে নেননি। একটি লাঠি নিয়ে তাদের দিকে তেড়ে যান এবং মারার চেষ্টা করেন। এ সময় সেই পুরুষের দলকে দৌড়ে পালাতে দেখা যায় ভিডিওতে।

সে ঘটনার ভিডিওটি প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে অনেকেই তার সাহসের প্রশংসা করছেন। অবশ্য তার পোশাক ঠিক ছিল নাকি ছিল না, তা নিয়েও বিতর্ক করছেন অনেকে।
সূত্র : খালিজ টাইমস

ঘটনাটি দেখুন ভিডিওতে-মন্তব্য