kalerkantho


কুসংস্কার! চিলেকোঠায় ঝুলছে বাঘ!

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৮ ১০:২৯কুসংস্কার! চিলেকোঠায় ঝুলছে বাঘ!

প্রায় সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি বাঘ চিলেকোঠায় ঝুলছে। আর নীচে দাঁড়িয়ে এ দৃশ্য দেখছেন কৌতূহলী জনতা। দৃশ্যটি  ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের প্রত্যন্ত এক গ্রামের। বাঘটিকে মেরে চিলেকোঠায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। দড়ি দিয়ে বেঁধে শুইয়ে রাখা হয়েছে মৃতদেহটি।

অভিযোগ উঠেছে, বাঘের শরীরের ভিতরের অঙ্গপ্রতঙ্গ বের করে নেওয়া হয়েছে। 

জাকার্তার ন্যাচারাল রিসোর্সেস কনজার্ভেশন এজেন্সি'র কর্মকর্তা হটমুলি সিয়ানতুরি জানান, কুসংস্কার থেকেই বাঘটিকে হত্যা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা একে 'সিলুমান' বা ভেকধারী বাঘ বলে মনে করেছে। তবে, কে বা কারা বাঘটিকে হত্যা করেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। 

এদিকে, স্থানীয়রা বলছে, 'রেঞ্জার্সরা যদি এ জাতীয় বাঘকে না মারে তবে আমরাই একে হত্যা করতাম।'

হটমুলি বলেন, 'এ অঞ্চলে এমন ঘটনা প্রায়শই ঘটে। স্থানীয় বাসিন্দারা এ জাতীয় বাঘদের হত্যা করে ঝুলিয়ে দেওয়াই রীতি বলে মনে করেন। বিষয়টিকে ভীষণ দুঃখজনক।'

এদিকে, পশু বিজ্ঞানীরা জানান, সুমাত্রা বাঘ বা 'প্যান্থেরা টাইগ্রিস সুমাত্রে' বিলুপ্তির পথে রয়েছে। এখন পৃথিবীতে এধরনের বাঘ রয়েছে প্রায় ৪০০টি। তার ওপর এমন ঘটনা ঘটতে থাকলে, পরিনাম হবে ভয়ঙ্কর।

সূত্র: জি-নিউজমন্তব্য