kalerkantho


২৫ ফেব্রুয়ারি এলেই রুমমেটের কথা মনে হয়

কালের কণ্ঠ অনলাইন   

২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১৯:২০২৫ ফেব্রুয়ারি এলেই রুমমেটের কথা মনে হয়

ধর্মীয় পরিমন্ডলে বড় হলেও চর্চাটা আমার তেমন ছিল না। ছোটবেলায় শিক্ষক বাসায় আরবি পড়ানোর চেষ্টা করলেও সফল হননি নেহায়েত আমার ফাঁকি ও পরে আলসেমির জন্য।

২০০৫ সালে কঙ্গোতে জাতিসংঘ মিশনে গিয়ে আমার রুমমেট হল মেজর গাজ্জালী। সিনসিয়ার, কষ্টসহিষ্ণু ও সদা হাস্যমুখ এই ছেলে সারাদিনের কর্ম ব্যস্ততার মাঝেও রুমে এসে রাতের বেলা নিবিষ্ট মনে কোরআন পড়ত। 

আরবি পড়তে না পারাতে আমি অজানা এক অস্বস্তি আর অপরাধবোধে ভুগতাম। আমার অবস্থা দেখে গাজ্জালী আমাকে বাংলা অনুবাদসহ কোরআন তুলে দিয়ে বলল “সমস্যা কি?”

পড়তে পড়তে মিশন শেষের আগেই কোরআন পড়া শেষ হল। আমি শিওর ছিলাম সওয়াব যদি কিছু হয়ই তার ৯৯% ভাগীদার আমার রুমমেট মেজর গাজ্জালী।

২৫ ফেব্রুয়ারি এলেই রুমমেটের কথা মনে হয়। আল্লাহ তার প্রিয় ব্যক্তিদের নিজের কাছে রাখতেই মনে হয় বেশি পছন্দ করেন।

[ফেসবুক পেজ থেকে]মন্তব্য