kalerkantho


ভাইদের দিয়ে মেয়ের শ্লীলতাহানি করিয়েছেন বাবা!

কালের কণ্ঠ অনলাইন   

২২ ফেব্রুয়ারি, ২০১৮ ১৩:৪৬ভাইদের দিয়ে মেয়ের শ্লীলতাহানি করিয়েছেন বাবা!

ছবি: প্রতীকী

ভাইদের দিয়ে নিজের মেয়ের শ্লীলতাহানি করিয়েছেন বাবা। এমনটাই অভিযোগ করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক কিশোরী। রানাঘাট এলাকার মাধ্যমিক পরীক্ষার্থী এই মেয়েটির বয়স পনেরো। স্পষ্টবক্তা এই মেয়ে নিজেই তার জীবনের কাহিনী গণমাধ্যমকে জানিয়েছে। 

মেয়েটি জানিয়েছে, তার বাবা পেশায় ভ্যানচালক, মদের প্রতি যার রয়েছে চরম আসক্তি। শুধু তাই নয়,ভাইয়ের বউয়ের প্রতিও 'কুনজর' ছিল তার। চাচীর সঙ্গে বাবার মেলামেশা এবং মায়ের ওপর নির্যাতন মুখ বুজে মেনে নিতে পারেনি সে। পরিস্থিতি মাত্রা ছাড়িয়ে গেলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে।

মেয়েটি জানায়, চলতি মাসের ৩ তারিখ বাবা আর চাচীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে সে। আর এটাই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। সে ও তার মায়ের ওপর চড়াও হয় বাবা-চাচা-চাচী। চলে অকথ্য অত্যাচার। মাকে বাঁচাতে গিয়ে আরও বেশি মাত্রায় আক্রান্ত হয় সে। 

তার অভিযোগ, বাবার নির্দেশে তার দুই চাচা তাকে শ্লীলতাহানি করে। তার শরীরের বিভিন্ন অংশে তৈরি হয়েছে ক্ষত। 

সে জানায়, এখানেই শেষ নয়। তাকে ও তার মাকে খুনের চেষ্টাও করা হয়েছে। সেদিন রাতের অন্ধকারে মাকে নিয়ে বাড়ি ছেড়ে দেয় সে।  

তথ্যসূত্র: জি-নিউজমন্তব্য