kalerkantho


চুরি করতে গিয়ে সঙ্গীকে অজ্ঞান করে দিল চোর!

কালের কণ্ঠ অনলাইন   

১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:২৩



চুরি করতে গিয়ে সঙ্গীকে অজ্ঞান করে দিল চোর!

স্কুল-কলেজে ব্যাঙ কিংবা আরশোলা অজ্ঞান করে কাটাকুটির সময় ভুলক্রমে ক্লোরোফরম নাকে দিয়ে অজ্ঞান হওয়ার ভুরি ভুরি উদাহরণ রয়েছে। অন্যদিকে চুরি করতে গিয়ে ভালো খাবার দেখে তা খাওয়ার পর ওই বাড়িতে চোর ঘুমিয়ে যাওয়ারও নজির রয়েছে।

তবে চীনের সাংহাই প্রদেশে একসঙ্গে চুরি করতে গিয়ে সহকর্মীকেই বেহুঁশ করে দিয়েছে অন্য চোর। সম্প্রতি ইউটিউবে ভাইরাল হয়ে গেছে দুই চোরের একটি ভিডিও।

আরো পড়ুন : আইআইসিইউ’র হালাল র‌্যাগ ডে-র ছবি ভাইরাল

রাতের অন্ধকারে চুপিসারে হাতে ইট নিয়ে চুরি করতে গিয়েছিল দু’জনে। আশেপাশে কেউ না থাকায় একটি বাড়ির কাচের উপর ইট ছুঁড়ে মারে প্রথম জন।

তার দেখাদেখি ইট ছুঁড়ে মারে দ্বিতীয় ব্যক্তিও। কিন্তু নিশানা ভুল করে বন্ধুর মাথা ফাটিয়ে দেয় সে। সঙ্গে সঙ্গে জ্ঞান হারায় আক্রান্ত ব্যক্তি।

বন্ধুর জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করেও সফল না হয়ে অবশেষে তাকে টেনে নিয়ে চলে যেতে বাধ্য হয় সে। পরে রাস্তার সিসিটিভি ফুটেজ থেকে প্রকাশ্যে আসে ঘটনাটি।



মন্তব্য