kalerkantho


কি-বোর্ডের ‘কি’ কেন এলোমেলো?

কালের কণ্ঠ অনলাইন   

১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:৪৪কি-বোর্ডের ‘কি’ কেন এলোমেলো?

ল্যাপটপ বা কম্পিউটারে কি-বোর্ডের 'কি' কেন এলোমেলো থাকে, ধারাবাহিকভাবে (অ্যালফাবেটিক্যালি) সাজানো থাকে না?-এ ধরনের প্রশ্ন মনে জাগাটাই স্বাভাবিক, তাই না? 

কিন্তু আপনি কি এই প্রশ্নের উত্তর পেয়েছেন?- উত্তর যদি 'না' হয়, তবে একবার চোখ বুলিয়ে নিতে পারেন নিচের লেখায়।

এ ক্ষেত্রে মূলত দুটি কারণ উঠে আসে...

আরো পড়ুন : পর্যটককে পথে বসিয়েছে বানর!

প্রথমত, কি-বোর্ড যখন প্রথম আবিষ্কার হয়, তখন টাইপরাইটার ছিল একটি 'মেকানিকাল ডিভাইস'। এর ফলে, পাশাপাশি অক্ষর থাকলে জ্যাম হওয়ার সম্ভাবনা ছিল। তাই এ ধরনের ব্যবস্থা করা হয়।

আরো পড়ুন : শ্বাস নিলে বাঁশি বাজে!

দ্বিতীয় কারণটি হলো : এরগোনোমিক্স। এ-বি-সি-ডি, অক্ষর পাশাপাশি থাকলে টাইপ করতে গিয়ে আমাদের আঙুল ব্যথা হয়ে যেত। এর ফলে, দীর্ঘক্ষণ আমরা কাজ করতে পারতাম না। তাই বেশির ভাগ শব্দ লেখার সময় ভাওয়েল (Vowel) এবং কনসোনেন্ট (Consonant) গুলো যাতে কাছাকাছি থাকে সেই ব্যবস্থা করা হয়েছে।

আরো পড়ুন : মৃতের শুক্রাণু থেকে জমজ শিশুর জন্ম!

প্রসঙ্গত, কি-বোর্ড অনেক ধরনের হয়, যার ওপর স্পিডও নির্ভর করে। 

তথ্যসূত্র : জি-নিউজমন্তব্য