kalerkantho


ছেলেটি ১৮০ ডিগ্রি পর্যন্ত মাথা ঘুরাতে পারে! অবিশ্বাস্য ...

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:৩৭ছেলেটি ১৮০ ডিগ্রি পর্যন্ত মাথা ঘুরাতে পারে! অবিশ্বাস্য ...

মাত্র ১৪ বছরের এই ছেলে তার স্টান্টের জন্য শিরোনামে রয়েছেন। এই ছেলেটি নিজের মাথা ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে দিতে পারে। সে নিজেকে পেছন থেকেও দেখতে পারে। প্রথমবার ছেলের এই ধরনের স্টান্ট দেখে মা ভয় পেয়ে যায়। ছেলেটি পাকিস্তানের স্টান্ট বয় মোহাম্মদ সমির।

সমিরকে ‘হিউম্যান আউল’ বলা হয়। নিজেকে এই ভাবে তৈরি করার জন্য খুব অনুশীলন করেছেন। সমির একজন ডান্সারও। যার নাম হলো ডেন্জারেস বয়। এখন সমির নিজের নাচের ওপর বেশি মনোযোগ দিচ্ছেন।

সমির বলেছেন, যখন আমার ৬ বা ৭ বছর বয়স ছিল তখন আমি একটি হলিউডের ভূতের সিনেমা দেখি। যেখানে একজন অভিনেতা তার ঘাড় ঘুরিয়ে পেছন দিকে নিয়ে যায়। তারপর আমি এর অনুশীলন করি এবং শেষ পর্যন্ত সফল হই।

সমিরের বাবা অসুস্থ এবং ঘর চালানোর জন্য তিনি ডান্স গ্রুপে যোগ দিয়েছেন। মা রুকসানা বলেছেন তিনি সমিরকে পড়াশুনা করাতে চেয়েছিলেন। কিন্তু সম্ভব হয়েনি। করাচির একটি নাচের শোতে ৫০০ থেকে ৮০০ টাকা আয় করে। সমির ঘর চালানোর সাথে চার বোনকে পড়াশুনা করান।

দেখে নিন সমিরের অবিশ্বাস্য স্টান্ট!মন্তব্য