kalerkantho


জাপানের তুষার দৈত্য (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১৪:১৭জাপানের তুষার দৈত্য (ভিডিও)

ছবি অনলাইন

জাপানের ইয়ামাগাতায় কেবল কারে ভ্রমণের ব্যবস্থা আছে। আর সেখানেই দেখা যায় অদ্ভুত তুষারের দৈত্যগুলো। প্রতি বছর বহু মানুষ সেখানে ভ্রমণ করেন এগুলো দেখার জন্য।

তুষার দৈত্য বলা হলেও বাস্তবে এগুলো মোটেই দৈত্য নয়- সাধারণ গাছ। কিন্তু অত্যন্ত ঠাণ্ডায় গাছগুলোর ওপর তুষার পড়ে এমনভাবে ঢেকে যায় যে, এগুলোকে দেখতে দৈত্য বলেই মনে হয়।

আরো পড়ুন : 'সোনা'র হোটেলে তাক লাগালো দুবাই!

শুধু জাপানিরাই নয়, প্রতি বছরই ইয়ামাগাতায় বিদেশিরা এ অদ্ভুত ‘তুষার দৈত্য’ দেখতে আসছেন। এ দৈত্যগুলোর সঙ্গে অনেকেই সেলফি তুলছেন এবং ভিডিও করছেন। সূত্র : সিএনএন

আরো পড়ুন : হ্যান্ডব্যাগের প্রতি এতইটাই মায়া, এক্স-রে মেশিনে ঢুকে পড়লেন মহিলা

ভিডিওতে দেখুন সেই এলাকার দারুণ কিছু দৃশ্য-মন্তব্য