kalerkantho


আশ্চর্য প্রেম ! স্মৃতি ফেরাতে ৫৫ তম বিবাহবার্ষিকীতে আবারও মালাবদল

কালের কণ্ঠ অনলাইন   

২১ জানুয়ারি, ২০১৮ ১৭:১৫আশ্চর্য প্রেম ! স্মৃতি ফেরাতে ৫৫ তম বিবাহবার্ষিকীতে আবারও মালাবদল

ডিমেনশিয়া বা স্মৃতিভ্রষ্টায় ১৫ বছর ধরে আক্রান্ত স্ত্রী। বিস্মৃতির আড়ালে হারিয়েছেন সবকিছু। স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো থেকে সবকিছুই করতে হয় স্বামীকে। কিন্তু একদিনের জন্যও স্ত্রীর প্রতি ভালোবাসায় কমতি পড়েনি তার। স্ত্রীর স্মৃতি ফেরাতে ৫৫ তম বিবাহবার্ষিকীতে আবারও তার সঙ্গে মালাবদল করলেন স্বামী।

আরো পড়ুন: ’শিশুদের ধর্মগ্রন্থ থেকে শিক্ষা দিতে হবে’

৫৫ বছর আগে প্রেম করে বিয়ে হয়েছিল পেশায় অধ্যাপক পবিত্র চিত্র নন্দী ও ডাক্তার গীতা দেবীর। কিন্তু ১৫ বছর আগে  ডিমেনশিয়ায় আক্রান্ত হন গীতা দেবী, ধীরে ধীরে ভুলতে শুরু করেন সবকিছু। 

গত ১৫ বছর ধরেই অসুস্থ গীতা দেবী। ঝাপসা হয়ে গেছে সব স্মৃতি। কিন্তু অসুস্থ স্ত্রীকে ছেড়ে যাননি স্বামী পবিত্র চিত্র নন্দী।

স্ত্রীর স্মৃতি ফেরানোর চেষ্টায় ৫৫ তম বিবাহবার্ষিকীতে গীতা দেবীর সঙ্গেই মালাবদল করলেন পবিত্র নন্দী। উলুধ্বনি সহযোগে শুধু মালাবদল নয়, ছিল জম্পেশ খাওয়াদাওয়ার ব্যবস্থাও। 


তথ্যসূত্র: জি-নিউজ

 

 মন্তব্য