kalerkantho


বন্ধুদের কুকীর্তির ভিডিও ধারণ, ফেঁসে গেলেন নিজেও

কালের কণ্ঠ অনলাইন   

২০ জানুয়ারি, ২০১৮ ১৫:১৬বন্ধুদের কুকীর্তির ভিডিও ধারণ, ফেঁসে গেলেন নিজেও

কার্লে ওয়াটসন ফাইল ছবি

ঘরোয়া এক আয়োজনে উপস্থিত হওয়া কিশোরীকে দলগত ধর্ষণের দায়ে তিনজনের কারাদণ্ড দিয়েছেন সিডনির আদালত। ২০১৫ সালের মে মাসে ১৬ বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণ করেছিলেন 'তারা'।

তাদের মধ্যে কুট স্টেভেনসনের বয়স ২৭ বছর এবং আন্দ্রে ওয়াটারসের বয়স ২৫ বছর। তারা দু'জন গত বছরই দোষী সাব্যস্ত হয়েছেন। ধর্ষণের দায়ে স্টেভেনসনের নয় বছরের কারাদণ্ড হয়েছে। ওয়াটারসকে সাত বছর আট মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

তবে ধর্ষণের সময় উপস্থিত থেকে ভিডিও ধারণ করায় কার্লে ওয়াটসনের ছয় বছরের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। ওয়াটসনের ধারণ করা ১৭ মিনিটের ওই ভিডিও পরে ছড়িয়ে পড়েছিল।

আরো পড়ুন : এটিএম বুথের টাকা কুটিকুটি করেছে ইঁদুর দম্পতি, ভিডিও ভাইরাল

ধর্ষণের আগে কিশোরীকে নেশাদ্রব্য খাইয়ে দেওয়া হয়েছিল বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন। তার দাবি, নেশাদ্রব্য খাইয়ে দেওয়ার কারণেই সেই ঘটনার স্মৃতি ওই কিশোরীর নেই।

এমনকি ভিডিওতে দোষী সাব্যস্ত ওই যুবকদেরও মদ্যপ বলে মনে হয়েছে।

সূত্র : দ্য সানডে মর্নিং হেরাল্ডমন্তব্য