kalerkantho


ভাইরাল ভিডিও

ভয়ংকর সুন্দর এবং নির্মম!

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জানুয়ারি, ২০১৮ ১৭:১৩ভয়ংকর সুন্দর এবং নির্মম!

কেউ বলছেন, ভয়াবহ সুন্দর। কেউ বলছেন, প্রকৃতির ক্যানভাসে আগ্নেয়গিরির জল রং। ইন্দোনেশিয়ার জীবন্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালটিকে অগ্ন্যুৎপাতের বছর বলা যেতে পারে। সারা পৃথিবীতে প্রায় ১৫০০টি জীবন্ত আগ্নেয়গিরি আছে। তার মধ্যে প্রতি বছর প্রায় ৫০টি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়।২০১৭ সালেও হয়েছে। 

তবে বিশেষজ্ঞদের বক্তব্য, এত চমকপ্রদ অগ্ন্যুৎপাত বহুদিনের মধ্যে ঘটেনি। প্রতিটি আগ্নেয়গিরির লাইভ ছবিই তুলে রাখা হয়েছে। প্রতিটি দূর থেকে দেখতে অসাধারণ। তবে তার মধ্যে ইন্দোনেশিয়ার সিনাবুং আর মাউন্ট আগুং সবচেয়ে সুন্দর। 

ভিডিওটিতে এই দুই আগ্নেয়গিরির দৃশ্যই দেখা যাচ্ছে। ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। লক্ষ লক্ষ লোক ভিডিওটি শেয়ার করেছেন। এবং করছেন। তবে কমেন্টবক্সে কেউ কেউ আবার লিখেছেন, এসব দূর থেকে দেখতেই সুন্দর। অগ্ন্যুৎপাতের জন্য যাঁরা ঘরবাড়ি, জমিজমা হারান, তাঁরা নিশ্চয় এই দৃশ্যগুলিকে বলেন, ‘ভয়ংকর সুন্দর এবং নির্মম।’

দেখুন ভিডিওটি :মন্তব্য