kalerkantho


'পুলিশ ভাই, আমি প্রতিবন্ধী...রিক্সা চালিয়ে খাই'

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জানুয়ারি, ২০১৮ ১০:৫৫



'পুলিশ ভাই, আমি প্রতিবন্ধী...রিক্সা চালিয়ে খাই'

তার এই আকুতি পুলিশ ভাইয়ের কাছে পৌঁছবে কিনা তা জানা নেই, ছবি : হায়দার আলী

পথে-ঘাটে রিক্সচালকদের নানা সমস্যা। বিশেষ করে পুলিশের হয়রানি তাদের সবচেয়ে বড় আতঙ্কের নাম। তবে যানজট সামলাতে, বিদ্যুতচালিত রিক্সা বন্ধে এবং কেবল গাড়ি চলে এমন পথে রিক্সা ঠেকাতে পুলিশকে তৎপর থাকতেই হয়। কিন্তু ঘুষ নিয়ে বেপথে রিক্সা ছেড়ে দেওয়া কিংবা এমনিতেই আটকে চাঁদাবাজির অভিযোগের কথা সবাই জানেন। এখানে এক রিক্সচালকের ভিন্নধর্মী প্রতিবাদ অনেকের নজর কেড়েছে। 

আরো পড়ুন: উত্তরে কমছে না শীতের দাপট

'পুলিশ ভাই আমি প্রতিবন্ধী...ভিক্ষা না করে রিক্সা চালিয়ে খাই...দয়া করে আমার রিক্সা যেখানে সেখানে ঠেকিয়ে আমাকে সমস্যার সম্মুখীন করবেন না'- এমনই এক 'অনুরোধপত্র' রিক্সার সামনে টাঙিয়ে দিয়েছেন এই রিক্সাচালক। ছবিটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড হরিরামপুর থেকে তুলেছেন দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক হায়দার আলী। পুলিশের হয়রানি থেকে বাঁচতে এই প্রতিবন্ধী রিকশা চালকের আকুতি পুলিশ ভাইয়ের কাছে পৌঁছবে কিনা তা অবশ্য তিনি জানেন না।  

আরো পড়ুন: হাওয়াই দ্বীপে ধেয়ে আসছে মিসাইল!



মন্তব্য