kalerkantho


ফাঁস হলো সেই ঐতিহাসিক ভিডিও, কী বলেছিলেন খামেনি?

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৮ ১৫:০১ফাঁস হলো সেই ঐতিহাসিক ভিডিও, কী বলেছিলেন খামেনি?

সেই ঐতিহাসিক বৈঠকে বক্তব্য রাখছেন আয়াতুল্লাহ আলী খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সেই দায়িত্ব এড়ানোর ভিডিওটি ফাঁস হয়েছে। ১৯৮৯ সালে এই ভিডিওটি ধারণ করা হয়। খামেনিকে নির্বাচিত করার সময়কার সেই ভিডিওটি এতদিনে ফাঁস হলো। 

আরো পড়ুন: কিমের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক : ট্রাম্প

ভিডিওতে তিনি বলছেন, প্রথমত, আমি নেতা হবার যোগ্যতা রাখি না। এ ছাড়া এই নেতৃত্ব একটি নকল নেতৃত্ব। সংবিধান অনুযায়ী আমি এই দায়িত্বের জন্য যোগ্য নই। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আপনারা অনেকেই আমার কথা মানবেন না। এটা কী ধরনের নেতৃত্ব? 

ভিডিও দেখা যাচ্ছে, বিশেষজ্ঞদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আয়াতুল্লাহ খামেনি মারা যাওয়ার পর এই বৈঠক থেকে একজন নতুন সুপ্রিম লিডার নির্বাচন করা হবে। 

আরো পড়ুন: দশরত মাঝির মতো আরেকজন পাথর ভেঙে রাস্তা করছেন

খামেনি আরো বলছেন, মনে হচ্ছে, একটি ইসলামি সমাজকে বাঁচাতে রক্ত ও অশ্রু ঝরাতে হয়। সে জন্যে এমনকি আমাকেও নেতা বানানোর প্রস্তাব করা হয়েছে। 

ওই বৈঠকের নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রাফসানজানি। সেখানে তিনি বলেছিলেন, এই নেতৃত্ব হবে সাময়িক। আরো কোনো আলোচনা হয়। এবার ভোট দেবার পালা। যারা রেফারেন্ডামের আগ পর্যন্ত খামেনিকে নেতা হিসেবে মানেন, তারা দাঁড়িয়ে সহমত প্রকাশ করুন। 

প্রায় ২৯ বছর পর খামেনি এখনও নেতৃত্বে। 

সূত্র : ডয়চে ভেলে মন্তব্য