kalerkantho


কালো তুষারপাত!

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৮ ১১:৪৩কালো তুষারপাত!

ছবি অনলাইন

প্রচণ্ড ঠাণ্ডায় বিভিন্ন শীতপ্রধান দেশে সাদা সাদা তুষার আকাশ থেকে পড়বে এমনটাই স্বাভাবিক। কিন্তু তা যদি হয়ে যায় কালো? সম্প্রতি তেমনই ঘটনা প্রত্যক্ষ করল কাজাখস্তানের বাসিন্দারা।

মধ্য কাজাখস্তানের তেমিরতাউ শহরের ঘটনা এটি। সেখানে সাম্প্রতিক প্রচণ্ড ঠাণ্ডায় তুষারপাত হয়। তবে স্থানীয় অধিবাসীরা তুষারপাত দেখে শঙ্কিত হয়ে পড়ে। কারণ সাধারণ তুষারপাত হওয়ার কথা ধবধবে সাদা। কিন্তু এখানে তুষারপাতের কালো বরফে ছেয়ে গেছে চারদিক।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্রে ‘বম্ব সাইক্লোন’-এর দাপট, মঙ্গল গ্রহের চেয়ে নিচে তাপমাত্রা!

এমন কালো তুষারপাতের রহস্য কী? এ প্রসঙ্গে গবেষকরা বলছেন, কারণ আর কিছু নয়- পরিবেশ দূষণ। কাজাখস্তানের এ এলাকার বায়ুতে বিপুল পরিমাণ ধুলা ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। আর এগুলোই তুষারপাতের সঙ্গে মাটিতে এসে পড়েছে।

স্থানীয় অধিবাসীরা পরিবেশ দূষণের এ রূপ দেখে শঙ্কিত হয়ে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ কালো তুষারপাতের ছবি শেয়ার করেছেন।

আরো পড়ুন : একেই বলে তুষারপাত!

কাজাখস্তানের এ এলাকায় বৃহত্তম ইস্পাত শিল্পকারখানা ও অন্যান্য উৎপাদনশীল শিল্প রয়েছে। এ শিল্পকারখানাগুলোর ধোঁয়া কিংবা অন্যান্য উপাদান এ কালো তুষারপাতের জন্য দায়ী কি না, তা নিয়ে অনুসন্ধান করছেন বিজ্ঞানীরা।
সূত্র : বিবিসিমন্তব্য