kalerkantho


ভিন্ন চোখে ভাইরাল ভিডিও

পানি ছাড়াও গোসল করা যায়!

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৮ ১০:৩১পানি ছাড়াও গোসল করা যায়!

সম্প্রতি পানি ছাড়া গোসল করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি ভারতের। 

‘ধরি মাছ, না ছুঁই পানি' যারা বোঝেন, তারা ঠিকই বুঝবেন, পানি ছাড়া গোসল করার অর্থ কী!

লোক দেখানো ভড়ং, রীতিনীতি, আচার-আচরণ – যাতে সাপও মরে না, আবার লাঠিও ভাঙে না; ঝড়ে কাক না পড়লেও, ফকিরের কেরামতি ঠিকই বাড়ে।

ভিডিওটা দেখে বাকি অঙ্কটা আপনারা নিজেরাই কষে নিন।মন্তব্য