kalerkantho


বরফের হোটেলে অগ্নিকাণ্ড

কালের কণ্ঠ অনলাইন   

১১ জানুয়ারি, ২০১৮ ১৫:৪৫বরফের হোটেলে অগ্নিকাণ্ড

ছবি অনলাইন

বিশ্বের অদ্ভুত যত স্থাপনা আছে, তার মধ্যে বরফের হোটেল একটি। কানাডার কুইবেক সিটিতে তেমনই একটি হোটেল রয়েছে, যেখানে ৪৫টি কক্ষ আছে। সে হোটেলেই সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এতে এক দম্পতি আহত হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ভিলেজ ভ্যাকেন্সেস ভ্যালকার্টিয়ার নামে সে হোটেলের অধিকাংশই বরফে তৈরি। আর তাই এখানে যে অগ্নিকাণ্ড ঘটতে পারে, এমন কথা কেউ কল্পনাও করতে পারেনি।

আরো পড়ুন : কানাডায় প্রচণ্ড ঠাণ্ডায় কয়েক শ ফ্লাইট বাতিল

কিন্তু সম্প্রতি তেমন অদ্ভুত ঘটনাই ঘটল। আগুনের ঘটনায় হোটেলটির সব অতিথিকে কক্ষ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।

হোটেলের একজন অতিথি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, একটি স্লিপিং ব্যাগে মোমবাতি উল্টে পড়ে আগুন লেগে যায়। এরপর তা থেকে এত ধোঁয়া সৃষ্টি হয় যে হোটেলে অবস্থানকারী সবাই তাতে ঝুঁকির মুখে পড়েন। এ কারণে তাদের হোটেল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।

আরো পড়ুন : হানিমুনের জন্য বিশ্বসেরা ১০ রোমান্টিক হোটেল

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হোটেলটি চালু করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন তারা।

সূত্র : ডেইলি মেইলমন্তব্য