kalerkantho


সজারুকে গিলে ফেলেছিল সাপ, এরপর (ভিডিও)…

কালের কণ্ঠ অনলাইন   

৫ জানুয়ারি, ২০১৮ ১৩:৫১সজারুকে গিলে ফেলেছিল সাপ, এরপর (ভিডিও)…

আমরা প্রচুর সাপের ভিডিও দেখেছি যাতে তারা কোন না কোন প্রাণীকে হত্যা করে নিজেদের খাদ্যরূপে ভক্ষণ করে সন্তুষ্ট হয়েছে । হ্যাঁ আমরা সেই প্রাণী জগতের কথাই বলছি । কিন্তু এদের মধ্যে খুব সামান্য সংখ্যক প্রাণী আছে যারা এই ধরনের কার্য করার পরে আফশোষ করে । দেখে মনে হয় এদের যথেষ্ট আত্ববিশ্বাস নেই ।


আরো পড়ুন: পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ২৭টি সাপ


খাও অথবা খাবার হয়ে যাও এই হলো এই প্রকার প্রাণীজগতের মূল শ্লোগান । কিন্তু খাও ও তারপর আফশোষ করো এই শ্লোগানটি মনে হয় নতুন আবিষ্কার হয়েছে এই প্রাণীজগতে । বিশেষ করে যখন তা হয় কোন বিষধর সাপের ক্ষেত্রে যে সাপকে নিয়ে প্রচুর ভীতিকর সিনেমা তৈরি হয়েছে । Boa Constrictor একপ্রকার বিষধর প্রজাতির সাপ যাকে দেখা গেল একটি সজারুকে গিলে খেয়ে ফেললো। এরপর যা ঘটলো আপনারা তা নিজেরাই দেখে নিন এই ভিডিওতে। এই সাপটির দৈর্ঘ ১৩ ফুট। আর এই ভিডিওটি ধারন করা হয়েছে ব্রজিলে।


আরো পড়ুন: পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ রয়েছে


 মন্তব্য