kalerkantho


বিয়ের পরপরই মারা গেছেন কনে

কালের কণ্ঠ অনলাইন   

৫ জানুয়ারি, ২০১৮ ১৩:০৭বিয়ের পরপরই মারা গেছেন কনে

নিজের বিয়ের দিন খুব কম মানুষই ভুলে যেতে পারেন। ভালবাসার মানুষের সঙ্গে নতুন জীবনের শুরু, চাইলেও কি ভুলে যাওয়া সম্ভব? কিন্তু, ডেভিড মোশের তার জীবনের এই বিশেষ দিনটি মনে রাখবেন একেবারেই ভিন্ন কারণে।

২০১৭ সালের ২২ ডিসেম্বর হিদারের সঙ্গে ডেভিডের বিয়ে হয়। তার ঠিক দু'বছর আগে আলাপ হয়েছিল তাদের। কোনো চার্চে নয়, বিয়েটা হয় যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের সেন্ট ফ্রান্সিস হাসপাতালে।

প্রথমে ঠিক করা হয়েছিল বিয়ে হবে ৩০ ডিসেম্বর। কিন্তু ক্যানসার আক্রান্ত হিদারের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাওয়ার কারণে বিয়ে সারতে হয় কয়েক দিন আগেই।

বলতে পারেন, এভাবে বিয়ের কারণটা কী। আসলে ডেভিডের জীবনসঙ্গিনী হওয়াটাই ছিল হিদারের জীবনের শেষ ইচ্ছা। তাদের ‘ওয়েডিং ভাও’ উচ্চারণ করার পরেই মৃত্যু হয় হিদারের।

প্রসঙ্গত, হিদার ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত এবং তা ‘ট্রিপল নেগেটিভ’ সেটা ধরা পড়ে মাত্র এক বছর আগে। হিদারের এক চিত্রগ্রাহক বন্ধু ক্রিস্টিনা লি ডেভিড ও হিদারের সেই বিয়ের ছবি তুলেছেন।

সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করার পর স্বাভাবিকভাবেই তা ভাইরাল হয়ে পড়েছে।মন্তব্য