kalerkantho


সুন্দরীকে ‘ডেটিং’ ১০ বছরের কিশোরের!

কালের কণ্ঠ অনলাইন   

৫ জানুয়ারি, ২০১৮ ১২:৪৬সুন্দরীকে ‘ডেটিং’ ১০ বছরের কিশোরের!

আনুমানিক ১০ বছর বয়সের কিশোরের সঙ্গে ‘ডেটিং’ করছেন বিখ্যাত সুন্দরী এক মডেল। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি। যদিও পরে জানা যায় আসল ঘটনা।

নানটাপং কিডওয়াপাট্টানা নামে থাইল্যান্ডের ওই কিশোর সম্প্রতি বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই সেগুলো ভাইরাল হয়ে যায়। থাইল্যান্ডের বিখ্যাত মডেল রিকি তিথিওয়ারডার সঙ্গে ছবিতে দেখা যায় তাকে।

প্রায় ৫৬ হাজার শেয়ার হয় ছবিগুলো একদিনেই। ওই কিশোর দিনের মধ্যেই কার্যত সেলিব্রিটি হয়ে যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে। কিন্তু তারেই ওই মডেল জানান, সম্প্রতি তিনি বয়ফ্রেন্ডের সঙ্গে সিনেমাহলে গিয়েছিলেন চলচ্চিত্র দেখতে।

সেখানেই আলাপ হয় তার বয়ফ্রেন্ড্রের ভাগ্নে নানটাপং-এর সঙ্গে। তারা একসঙ্গে ছবি তোলেন। কিন্তু ছবিগুলি পোস্ট করার সময় ওই কিশোর লেখেন, তিথিওয়ারডা তাকে ‘ডেটিং’ করতে নিয়ে গেছেন। অবশ্য মজা করে ওই পোস্ট করেন তিনি।

জানা গেছে, বন্ধুমহলে নিজের বড়াই দেখাতেই এমন কাজ করেছেন কিশোর নানটাপং। আপাতত বছর দশের এই কিশোরের কীর্তি আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।মন্তব্য