kalerkantho


২০১৮ সালে প্লেনটি উড়তে শুরু করে কিন্তু পৌঁছায় ২০১৭ সালে!

কালের কণ্ঠ অনলাইন   

৪ জানুয়ারি, ২০১৮ ২২:৪৯২০১৮ সালে প্লেনটি উড়তে শুরু করে কিন্তু পৌঁছায় ২০১৭ সালে!

আপনি কি কখনও শুনেছেন কোনও প্লেন ২০১৮ সালে যাত্রা শুরু করেছিল এবং ২০১৭ সালে ল্যান্ড করেছে? শুনতে অদ্ভুত লাগলেও এই ধরনের ঘটনা ঘটেছে।

নতুন বছরে হাওয়াইয়ান এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর এইচএএল ৪৪৬ যাত্রীদের সঙ্গে ঠিক কি ঘটেছে। প্লেন ২০১৮ সালে তার যাত্রা শুরু করেছিল। কিন্তু যেখানে যাওয়ার ছিল সেখানে পৌঁছালেন ২০১৭সালে।

এই পরিস্থিতিতে যাত্রীরা দুইবার নতুন বছর উদযাপন করে। আসুন জানা যাক বিষয়টি কি।

আসলে, হাওয়াইয়ান এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর এইচএএল ৪৪৬ কে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে হোনোলুলু যাওয়ার জন্য ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৫ মিনিটে যাত্রা শুরু করে। কিন্তু দশ মিনিট বিলম্ব হওয়ার কারণে পরের দিন সোমবার সকালে নিউজিল্যান্ডের সময়নানুযায়ী ১২টা ৫ মিনিটে যাত্রা শুরু করে। এই ক্ষেত্রে, ফ্লাইট এক জানুয়ারি উড়তে শুরু করে। কিন্তু এই বিমান ৩১ ডিসেম্বর সকাল ১০টা ১৬ মিনিটে হোনোলুলুতে পৌঁছায়।

এই রকম হওয়ার কারণ হলো হাওয়াই এর রাজধানী হোনোলুলু অকল্যান্ড থেকে ২৩ ঘণ্টা পেছনে। এখানে নতুন বছর শুরু হতে ১৩ ঘণ্টা ৪৪ মিনিট বাকি ছিল। সুতরাং, এই ভাবে সময়ের কারণে ২০১৮ সালে উড়ন্ত বিমান ২০১৭ সালে অবতরণ করে।মন্তব্য