kalerkantho


কাস্টমারকে 'ফালতু হেয়ারকাট' দিয়ে গ্রেপ্তার নরসুন্দর!

কালের কণ্ঠ অনলাইন   

৩১ ডিসেম্বর, ২০১৭ ১৫:১৭কাস্টমারকে 'ফালতু হেয়ারকাট' দিয়ে গ্রেপ্তার নরসুন্দর!

এই হেয়ারকাট দিয়ে গ্রেপ্তার হলেন নরসুন্দর

এক নরসুন্দরকে গ্রেপ্তার করল পুলিশ। তার অপরাধ, চুল কাটতে আসা একজনকে অনাকাঙ্ক্ষিত 'ল্যারি ফাইন হেয়ারডো' কাট দিয়েছেন। উইসকনসিনের ম্যাডিসন পুলিশ সেই হেয়ারস্টাইলিস্টকে আটক করেন। 

পুলিশের মুখপাত্র জোয়েল ডিস্পেন বলেন, ২২ বছর বয়সী তরুণ চুল কাটতে যান ওই নাপিতের কাছে। হেয়ারস্টাইলিস্ট তাকে নড়াচড়া করতে মানা করেন। উইসকনসিন স্টেট জার্নাল এক প্রতিবেদনে জানায়, নরসুন্দর কাস্টমারের দুই কান ক্লিপার দিয়ে আটকে নেন, যেন তার পরিকল্পনামাফিক ডিজাইনে চুল কাটতে সুবিধা হয়। 

আপনাদের এক সময়ের দারুণ কৌতুকপূর্ণ টিভি সিরিজ 'থ্রি স্টুজেস' এর কথা মনে আছে? সেখানকার ল্যারি চরিত্রের চুলের কাটিং দিতে শুরু করেন নরসুন্দর। ক্রেতার মাথার মাঝ বরাবর বেশি মনোযোগ দেন স্টাইলার। চুল কাটা শেষে দেখা গেল, ক্রেতার মাথায় ল্যারির মতো চুল। 

ডিস্পেন জানান, পরে ৪৬ বছর বয়সী হেয়ারস্টালিস্ট খালেদ এ শাবানিকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তিনি নিজের দোষ অস্বীকার করেন। তবে তিনি এটাকে একটা দুর্ঘটনা বলে গা বাঁচানোর চেষ্টা করেছেন। 
সূত্র : এমিরেটস মন্তব্য