kalerkantho


৩৭ কেজি ওজনের ভেটকি, দাম ৯ লাখ!

কালের কণ্ঠ অনলাইন   

১৮ ডিসেম্বর, ২০১৭ ১৩:১৬৩৭ কেজি ওজনের ভেটকি, দাম ৯ লাখ!

জাকির শেখ নামের এক জেলের জালে একটি ভোলা ভেটকি মাছ ধরা পড়ে। মাছটি দেখতে জমা হয় হাজারো মানুষ। পরে মাছটি নিলামে তোলা হলে প্রায় ৯ লাখ টাকায় বিক্রি হয়! ভারতের দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে ওই মাছটি নিয়ে শুরু হয় হইচই। এক মাস আগে ধরা মাছটি মন্দারমণির কালিন্দী এলাকার মৎস্যবীবী জাকির ভুটভুটিতে করে মাছটি বাজারে নিয়ে আসেন।


আরো পড়ুন : সবজি ও মাছের দর কমা-বাড়ার বৃত্তে


প্রায় পাঁচ ফুট দৈর্ঘ্যের ওই মাছটির ওজন ৩৭ কেজি। নিলামের জন্য বাজারে মাছটি নিয়ে আসার পর থেকে দরদাম শুরু হয়ে যায় নবকুমার পয়রার আড়তে। শেষ পর্যন্ত ২৪ হাজার ৬০০ টাকা কেজি (১৯ হাজার রুপি) দরে ৯ লাখ ছয় হাজার টাকায় (সাত লাখ রুপি) মাছটি বিক্রি হয়। কলকাতার এসএফটি নামের এক সংস্থা মাছটি কিনে নেয়।


আরো পড়ুন : তারকা হোটেলের বাংলা খাবার


জাকির শেখ গণমাধ্যমকর্মীদের জানান, এ ধরনের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। কিন্তু প্রজননের জন্য উপকূলে এসে ধরা পড়ে যায় মাছটি। এ ধরনের মাছের দাম বেশি হয় এর পটকার জন্য। কারণ এই মাছের পটকায় জীবনদায়ী মূল্যবান ক্যাপসিউলের খোল তৈরি হয়। ভোলা ভেটকির যকৃৎ থেকে একরকম তেল হয়। চিকিৎসাবিজ্ঞানে এর বেশ কদর। মাছটি কেনার জন্য কার্যত ওঁৎ পেতে থাকেন বিশেষজ্ঞরা।

 মন্তব্য