kalerkantho


বোনকে বাঁচাতে রেসলিং রিংয়ে ছুটে গেল ছোট্ট ভাই! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৩ ডিসেম্বর, ২০১৭ ১৬:০৪বোনকে বাঁচাতে রেসলিং রিংয়ে ছুটে গেল ছোট্ট ভাই! (ভিডিও)

ছবি অনলাইন

দুই কন্যা রেসলিং করছিল। এ সময় দর্শকের গ্যালারিতে উপস্থিত ছিল তার খুবই ছোট্ট ভাই। আর দুইজনের লড়াই যখন জমজমাট তখন হঠাৎ সবাইকে অবাক করে দিল সেই ছোট্ট ভাই!

তখন একেবারে লড়াইয়ের মাঝখানে। ছোট্ট ভাই ভাবছিল তার বোন বুঝি মার খাচ্ছে বিপক্ষের হাতে। আর তাই লড়াইয়ের মাঝখানে হঠাৎ সবাইকে বোকা বানিয়ে বোনকে বাঁচাতে রিংয়ের মাঝে দৌড়ে গেল সে।

এরপর অবশ্য অন্যরা সেই ছোটভাইকে উদ্ধার করে আবার রিংয়ের বাইরে নিয়ে যায়। এ ঘটনাটি ভিডিও করে এক ব্যক্তি। তিনি বলেন, এমন ঘটনা ভিডিও করতে পারা তার জীবনের একটি অসাধারণ বিষয়।

শিশুটিকে হঠাৎ রিংয়ের ভেতর দৌড়ে যাওয়া দেখে অনেকেই হতবিহ্বল হয়ে পড়েন। অনেকেই আবার বিষয়টি বুঝতে পেরে হাসিতে ভেঙে পড়েন।

ভিডিওটি দেখুন নিচে-মন্তব্য